বর্ষা ভালো হলেও বোরোচাষের সেচের পরিধি কমছে বীরভূমে

Spread the love

খায়রুল আনাম (সম্পাদক সাপ্তাহিক বীরভূমের কথা )

বর্ষা ভালো হলেও জেলায় বোরো চাষে জল সেচের পরিধি কমছে
         
এবার বর্ষায় আশানুরূপ বৃষ্টিপাত হওয়া সত্বেও, বোরো চাষে  জেলা বীরভূমে ক্যানেলের মাধ্যমে সেচের  জল দেওয়ার পরিধি কমিয়ে দেওয়া হচ্ছে। আর এরফলে রাজ্যের কৃষিমন্ত্রী ড. আশিস বন্দ্যোপধ্যায়ের জেলার চাষিরা চরম দুঃশ্চিন্তায় পড়েছেন। কেননা, বিগত বছরে যে সব এলাকায় ক্যানেলের মাধ্যমে  বোরো চাষে জল দেওয়া  হয়েছিল, সেইসব এলাকার চাষিরা এবারও ক্যানেলের মাধ্যমে সেচের জল পাবেন বলে ধরে নিয়ে বীজতলা তৈরীর কাজ অনেকাংশেই এগিয়ে নিয়ে গিয়েছেন। বিগত বছরে জেলার দশটি ব্লক এলাকায় বোরো চাষে ক্যানেলের মাধ্যমে সেচের জল দেওয়া হলেও, এবার তিনটি ব্লক এলাকা কমিয়ে সাতটি ব্লক এলাকায় বোরো চাষে  ম্যাসাঞ্জোর   জলাধার থেকে জল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬ ফেব্রয়ারি থেকে চার দফায় এই জল দেওয়া হবে  সিউড়ি-১, সিউড়ি-২,  ময়ূরেশ্বর-১,  লাভপুর, মহম্মদবাজার,  সাঁইথিয়া ও দুবরাজপুর-এই সাতটি ব্লকের  ২১৯টি মৌজার  ২৫ হাজার একর জমিতে। বিগত বোরো চাষে ক্যানেলের মাধ্যমে সেচের জল পেলেও এবার বোলপুর-শ্রীনিকেতন,  ময়ূরেশ্বর-২ ও  ইলামবাজার-এই তিনটি ব্লক  এবার বোরো চাষে ক্যানেলের মাধ্যমে সেচের জল পাচ্ছে না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *