২৫/০৯/২০২২ রবিবার “ভালোবাসার নৌকা” স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দ্বারিয়াপুর গ্রামের ডোকরা পাড়ায় (আউসগ্রাম থানা) ডোকরা পরিবারের প্রায় ১৫০ জন বাচ্ছাকে (Under 15Y) দূর্গা পূজা উপলক্ষে নতুন জামাকাপড় দেওয়া হল। উপস্থিত ছিলেন NGO সংস্থার সভাপতি তথা বঙ্গবাসী কলেজের অধ্যাপক মাননীয় ড: বাপ্পাদিত্য বিশ্বাস এবং বিদ্যাসাগর কলেজের অধ্যাপিকা মাননীয়া মৌমিতা কাঞ্জিলাল সহ বঙ্গবাসী কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী বৃন্দ।