বাঁকুড়া জেলা আদিবাসী নৃত্য ,সংগীত ও বাদ্যযন্ত্র বাদনের প্রতিযোগিতা রানীবাঁধে।
সাধন মন্ডল বাঁকুড়া:-
পশ্চিমবঙ্গ আদিবাসী সমবায় উন্নয়ন নিগম লিমিটেড এর উদ্যোগে বাঁকুড়া আঞ্চলিক কার্যালয় ও কাটিয়াম ল্যাম্পস লিমিটেডের ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার দাঁড়কেডি ফুটবল মাঠে বাঁকুড়া জেলা আদিবাসী পারম্পরিক নৃত্য,সঙ্গীত ও বাদ্যযন্ত্র বাদনের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি উপস্থিত ছিলেন খাতড়া মহকুমা শাসক শুভম মৌর্য্য, বাঁকুড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি পরিতোষ কিস্কু, রানীবাঁধ পঞ্চায়েত সমিতির সভাপতি ভীমসেন মন্ডল , রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু , রনিব াঁধ যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক,জেলা পরিষদ সদস্য চিত্ত মাহাতো, বিভাবতি টুডু, সহ বিশিষ্ট মানুষজন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ৬৫ টি নৃত্য ও বাদ্যযন্ত্র বাদনের দল প্রতিযোগিতায় দল অংশগ্রহণ করেছে বলে সভাপতি ভীম সেন মণ্ডল জানান।
