বাঁকুড়ায় উন্নয়নী ইঞ্জিনিয়ারিং কলেজের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সাধন মন্ডল, বাঁকুড়াঃ বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং-কলেজের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো শুক্রবার ১৯শে সেপ্টেম্বর ।সকালে আদিবাসী নৃত্য সহ এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বাঁকুড়া উন্নয়নী সমিতির সভাপতি অমিয় পাত্র। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান শশাঙ্ক দত্ত তার আবেগঘন ভাষণে কলেজের সাফল্য, শিক্ষার্থীদের কৃতিত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন এটি বেসরকারি কলেজ হলেও কোনো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে এই কলেজ পরিচালিত হয় না। এখানে দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের অর্থাভাবে ইঞ্জিনিয়ারিং পড়ার কোনো রকম বাধার সম্মুখীন হতে হয় না। এছাড়াও বক্তব্য রাখেন কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক অধ্যাপক প্রতীপ মুখার্জি, প্রিন্সিপাল ড. কৃষ্ণেন্দু অধ্বর্যু, ডিন অধ্যাপক অলক রায় এবং রেজিস্ট্রার রামানন্দ মুখোপাধ্যায়, লায়ন্স ক্লাব অব বাঁকুড়ার সভাপতি সেবাদিত্য পাল ও জেলা প্রেস ক্লাবের সম্পাদক সন্তোষ ভট্টাচার্য। এদিন বিভিন্ন বিভাগে কৃতী ছাত্র-ছাত্রীদের রেজাল্টের ভিত্তিতে পদক ও মানপত্র প্রদান করা হয়।
এছাড়াও এদিন বিশেষভাবে সম্মান জানানো হয় শুশুনিয়া পাহাড়ের কোলে অবস্থিত ‘চাচো মার্শাল আশ্রম’-এর কর্ণধার শ্রীমতী লক্ষ্মী টুডুকে, যিনি দীর্ঘদিন ধরে আদিবাসী শিশু কিশোর ছাত্র-ছাত্রীদের শিক্ষার দায়িত্ব পালন করছেন। আশ্রমের উন্নতির জন্য কলেজের পক্ষ থেকে তার হাতে ১০,০০০ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়। এই উপলক্ষ্যে কলেজে অনুষ্ঠিত এক স্বেচ্ছা রক্তদান শিবিরে এদিন ৭০ জন ছাত্র ছাত্রী রক্তদান করেন। বিকেলে ছাত্র-ছাত্রীদের সংস্কৃতি অনুষ্ঠান উপস্থিত দর্শকদের মন কেড়ে নেয়।