বাঁকুড়ায় শান্তিতে পুন:নির্বাচন

Spread the love

সাধন মন্ডল,

আজ সোমবার ১০ -৭- ২০২৩ বাঁকুড়া জেলা জুড়ে মোট আটটি ভোটগ্রহণকেন্দ্রে পুন:নির্বাচন চলছে। বড়জোড়া ব্লকে পাঁচটি গঙ্গাজলঘাটি ব্লকে দুটি ও জঙ্গলমহলের রাইপুর ব্লকে একটি। জঙ্গলমহলের একমাত্র ভোট কেন্দ্রটি হল মেলেড়া গ্রাম পঞ্চায়েতের হিজলি প্রাথমিক বিদ্যালয় ।এই ভোটকেন্দ্রে ৭১৭ জন ভোটদাতা রয়েছেন তার মধ্যে ৩৪৫ জন পুরুষ ও ৩ ৭২ জন মহিলা ভোটকে কেন্দ্র করে আজ পুলিশে পুলিশে ছয়লাপ হিজলি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ। এখানে কেন্দ্রীয় বাহিনীর কমপক্ষে 20 জন জোয়ান এবং রাজ্য পুলিশের একটি দল রয়েছে। ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেল তৎপরতার সঙ্গে ঘোরাঘুরি করছেন রাইপুর থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাঝি, বারিকুল থানার আইসি ও মন্ডলডিহা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ বড়াল, ও বারিকুল থানার আইসি। ভোটকে কেন্দ্র করে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এই পুলিশি ব্যবস্থা করা হয়েছে বলে সূত্র মারফত জানতে পারা যায়। এখানে উল্লেখ্য গত ৮ই জুলাই এই বুথে ভোট চলাকালীন কিছু দুষ্কৃতি ভোট বাক্স নিয়ে পালিয়ে যায় এই অভিযোগের ভিত্তিতে এই বুথে পুন: নির্বাচনের নির্দেশ দেন নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *