বাংলা আমার প্রাণের ভাষা

Spread the love

বাংলা আমার প্রাণের ভাষা
দ্বারকানাথ দাস

বাংলা আমার প্রান, বংলায় মাকে ডাকি ।
বার বার আমার হৃদয় জুড়ে বাংলার গ্রাম ,বাংলায় মাকে দেখি ।
ফাগুনেরে এই পলাশ রাঙা কৃষ্ণ চূড়ার ফুলে ,
তোমাকে রাঙিয়ে দেবো আমার ভালোবাসা ।
এমন করে কেউ কখনও কেউ কি ডাকে ,কেউ কি বলেছে বাংলা দেশের মানুষ ।
বাংলায় কথা বলি ,বাংলা আমার মনের কথা, বাংলা আমার ভালোবাসা ,বাংলা য় আমার প্রেমের নিবেদন ।
নবীন বসন্তে আমার চাওয়া পাওয়া শতফুলের শতডালি ।
একুশের ফুলের এমন করে বিশ্বজুরে বাংলা হৃদয় জুড়ে
ফূল বাগিচায় মন বিকাশের নব চেতনার নব দর্শনে ।
আমার মা কে ডাকি বার বার ,আমার আমি খুঁজে পাই
আমায় আবার বানী মায় মুখে শুনি ,আমার বাংলায় কাপালি
সন্ধা প্রদীপের দীপের আলো উঠুন জুরে মায়ার দ্বীপ শিখা ।
আলো আঁধারে মায়ের মুখের ছবি বার বার মনে গাঁথি ।
এইতো আমার দেশ এই তো আমার ভালোবাসা ।
বিশ্ব মাঝে বাংলা দিবসের শহীদের রক্তে পলাশ ফোটে ।
বাংলা মায়ের গর্ভে জন্ম ,আমি বাংলায় গর্ভ করি
বুকের মাঝে মায়ের হৃদয় ,স্নেহের ভালোবাসা মাই আমার গর্ব এই কথাটা বুঝি ,বার বার ঘুরে ফিরে এই বাংলায় আসি ।
তোমারি পরনে ,বাসন্তী লাল বেনারসী, শাড়ির আঁচলে তোমাকে ভালোবাসি
বাংলা আমার প্রান , আমর একুশে প্রনাম ।

২১/২/২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *