সুভাষ মজুমদার,
মেখলা আকাশে সূর্য গ্রহণ দেখা না গেলেও আংশিক সূর্য গ্রহণের ছবি ধরা পড়লো বাড়ির বারান্দায়।
তারকেশ্বর এই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়।
সকাল থেকে সূর্য গ্রহণ দেখার জন্য উদগ্রীব ছিলেন সাধরণ মানুষ।অনেক জায়গায় বিজ্ঞান মঞ্চের উদ্দ্যোগে সূর্য গ্রহন দেখার ব্যবস্থা করলেও অনেকেই বঞ্চিত এই মহাজগতিক সৌন্দর্য্য দেখা থেকে।কিন্তু তারকেশ্বর মন্দির পাড়া এলাকায় ঘটলো অদ্ভুত ব্যাপার আংশিক সূর্য গ্রহণের প্রতিবিম্ব ধরা পড়লো বাড়ির বারান্দায়।যা দেখতে বহু মানুষর ভিড় জমে যায়।