বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান ও বাংলা ভাষা অবমাননার প্রতিবাদে মিছিল খয়রাশোলে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বাংলা ভাষা অবমাননার প্রতিবাদে একটি ধিক্কার মিছিল সংগঠিত হয় খয়রাসোল ব্লকের কেন্দ্রগড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। মিছিলটি চূড়র এলাকা থেকে বের হয়ে গ্রাম পরিক্রমা শেষে ভীমেশ্বর মন্দির সংলগ্ন স্থানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি উক্ত সভা মঞ্চেই কেন্দ্রগড়িয়া অঞ্চলের ভীমগড় ১০৭ নম্বর বুথ থেকে কেন্দ্রগড়িয়া অঞ্চল সভাপতি কৈলাশ বাউরীর হাত ধরে ২৫ টি পরিবার বি জে পি ছেড়ে তৃনমূলে যোগ দেন।দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা,খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার গায়েন , স্থানীয় অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি কৈলাশ বাউরী সহ অন্যান্যরা।দলত্যাগীরা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে তথা এলাকার উন্নয়নের স্বার্থে বি জে পি ছেড়ে তৃনমূলে যোগ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা,খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার গায়েন,তৃনমূল ব্লক নেতৃত্ব তরুন তপন ব্যানার্জী,কেন্দ্রগড়িয়া অঞ্চল তৃনমূল কংগ্রেস সভাপতি কৈলাশ বাউরী, মহিলা তৃনমুল নেত্রী রুনু সিংহ প্রমুখ।