বিদ্যালয় পরিদর্শনে সমষ্টি উন্নয়ন আধিকারিক :
——শুভদীপ ঋজু মন্ডল, জঙ্গলমহল, বাঁকুড়া:—– পহেলা নভেম্বর ২০২৩ জঙ্গলমহলের সারেঙ্গায় সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসেবে যোগদান করলেন তমাল কান্তি সরকার। যোগদানের ২৪ ঘন্টার মধ্যেই এলাকা পরিদর্শনে বের হয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন ।আজ২রা নভেম্বর বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ নেতুরপুর গ্রাম পঞ্চায়েতের নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ে আচমকা হাজির হয়ে প্রথমেই মিড ডে মিলের রান্নাঘরে রাধুনীদের সাথে কথা বলেন এবং রান্নার গুণগত মান ঠিকঠাক আছে কিনা তা পরখ করে দেখেন। এরপর উনি মিড ডে মিলের মেনু চাট সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার মন্ডল এর নিকট জানতে চান পরে তিনি প্রতিটি শ্রেণীকক্ষে হাজির হয়ে ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন সাথে এই বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম ও সোলার সিস্টেম পাওয়ার গ্রিড নামে যে দুটি প্রকল্পের কাজ চলছে সেই প্রকল্পগুলি পরিদর্শন করেন। বিদ্যালয়ের শিশু সংসদের পক্ষ থেকে তার হাতে কলম দিয়ে স্মারক সম্মান তুলে দেওয়া হয়। আগামী দিনে তিনি আরো বিদ্যালয়ে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের সাথে মিড ডে মিলে খাবার খাবেন বলে ছাত্র-ছাত্রীদেরআশ্বাস দেন ও তাদের মন দিয়ে পড়াশোনা করার পরামর্শ দেন। বিদ্যালয় পরিদর্শন করে তিনি খুশি বলে জানা যায়।