এক বিধবা মহিলাকে ধর্ষণ ও খুন করার অভিযোগ উঠেছে দক্ষিণ বাঁকুড়ার জঙ্গল মহল এলাকায়। ঘটনাটি বারিকুল থানা এলাকার। ঘটনায় মহিলার এক খুড়তুতো দাদার লিখিত অভিযোগে সুজয় ওরফে সখি কর্মকারকে গ্রেফতার করেছে বারিকুল থানার পুলিশ। তাঁর বাড়ি বারিকুল থানার যাঁতাডুমুর গ্রামে। সোমবার তাঁকে খাতড়া কোর্টে তোলা হলে ঘটনার তদন্তের জন্য ধৃতকে ৭ দিন পুলিশ নিজেদের হেফাজতে নিতে চাইলে বিচারক ৪ দিন মঞ্জুর করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার বিকালে বারিকুল থানা এলাকার মালসোল ও সর গ্রামের মাঝামাঝি বুড়িশোলের কাছে রাস্তার ধারে একটি ঝোপের পাশে পাশে এক বিধবা মহিলাকে (৪৪) বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । । খুড়তুতো দাদার অভিযোগ রবিবার বিকালে বাড়ি থেকে সর গ্রামে মোড় যাওয়ায় সময় স্থানীয়দের কাছে খবর পেয়ে গিয়ে তিনি দেখেন ওই মহিলা তাঁর খুড়তুতো বোন। তাদের এই অবস্থায় দেখে পুলিশে খবর দিলে তাদের দুজনকে উদ্ধার করে পুলিশ রাইপুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে বারিকুল থানায় লিখিত অভিযোগ করেন মৃতার দাদা। ওই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ যাঁতাডুমুর গ্রামের সুজয় ওরফে সখি কর্মকারকে গ্রেফতার করে খাতড়া কোর্টে পাঠায়। আসামি পক্ষের আইনজীবী চন্দেন্দু সরদার বলের তাঁর মক্কেল নির্দোষ তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। তবে পুলিশ সতর্ক রয়েছেন।