বিধায়কের উদ্যোগে বয়স্ক ও বিশেষ ভাবে সক্ষম ব্যাক্তিদের মধ্যে সহায়ক সরঞ্জাম নির্ণায়ক শিবির, খয়রাসোলে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের সহযোগিতায় এবং এলেমকো কোম্পানীর ব্যবস্থাপনায় ও দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহার সৌজন্যে বুধবার খয়রাশোলে অবস্থিত বিধায়ক কার্যালয়ে বয়স্ক ও বিশেষ ভাবে সক্ষম ব্যাক্তিদের মধ্যে সহায়ক সরঞ্জাম নির্ণায়ক শিবির অনুষ্ঠিত হয়। যেখানে খয়রাশোল ব্লক এলাকার বয়শ্রী যোজনা অর্থাৎ ৬০ বছরের উর্ধ্বে বয়স্ক ব্যক্তি ও বিশেষভাবে সক্ষম ব্যাক্তিদের সাহায্যার্থে এরূপ শিবিরের আয়োজন বলে জানা যায়। এদিন শিবিরে খয়রাশোল ব্লক এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ব্যাক্তিদের ভীড় লক্ষ্য করা যায়।আয়োজকদের তরফে জানানো হয় প্রায় পাঁচ শতাধিক ব্যাক্তিদের মধ্যে সহায়ক সরঞ্জাম নির্নয় করা হবে। উল্লেখ্য মঙ্গলবার অনুরূপ শিবির অনুষ্ঠিত হয় খয়রাসোল ব্লকের বাবুইজোড় গ্রামে এবং আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দুবরাজপুর শহরের মধ্যে অগ্রদূত ক্লাবে শিবির অনুষ্ঠিত হবে বলে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন আয়োজকদের পক্ষে অনুপম বাগ।
এদিন শিবিরে উপস্থিত ছিলেন পাঁচড়া গীতাভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দজী মহারাজ,সমাজসেবী সুকুমার নন্দী,উৎপল সাঁই,রাজু দাস,দেবব্রত গুপ্ত,নীলমাধব চৌধুরী সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ। বিশেষ উল্লেখ্য বিধানসভার অধিবেশন থাকার জন্য স্থানীয় বিধায়ক অনুপ কুমার সাহা আজকের শিবিরে উপস্থিত থাকতে পারেন নি বলে জানা যায়।