বিধায়কের কাছে সার্কাস দেখানোর দাবি করল প্রাথমিক স্কুলের পড়ুয়ারা

Spread the love

বিধায়কের কাছে সার্কাস দেখানোর দাবি করল প্রাথমিক স্কুলের পড়ুয়ারা

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী

     একটা সময় শীতকাল এলেই বিভিন্ন সার্কাস কোম্পানি শহর থেকে গ্রামের বিভিন্ন জায়গায় সার্কাস দেখানোর জন্য তাঁবু ফেলত। ৮ থেকে ৮০ - বিভিন্ন বয়সীরা ছুটে যেত শিল্পীদের কসরত দেখতে। বাঘ, সিংহ, হাতি ইত্যাদি বন্য প্রাণীর খেলা ছিল খুবই আকর্ষণীয়। আইনি জটিলতার জন্য সার্কাস আজ কার্যত বন্ধ। এই পরিস্থিতিতে এলাকায় এসেছে সার্কাস কোম্পানি। সঙ্গে সঙ্গে পাণ্ডবেশ্বর বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা তাদের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে সার্কাস দেখানোর দাবি তোলে। খুশিতে ডগমগ প্রবীণ বিধায়ক তাদের 'চলো যাই সার্কাস' আবদার মেটাতে হাজির হন সার্কাসের তাঁবুতে। মুহূর্তের জন্য তিনি নস্টালজিক হয়ে পড়েন। ক্ষুদেদের সঙ্গে মেতে ওঠেন শিশুসুলভ চপলতায়। তখন তাকে দেখে কে বলবে ওই মানুষটি হলেন এলাকার একজন দাপুটে রাজনৈতিক ব্যক্তিত্ব। 'নরেন জেঠু' সার্কাস দেখতে  নিয়ে এসেছেন এই আনন্দে ক্ষুদেরাও খুব খুশি। খুশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ তাদের অভিভাবকরা।

   বিধায়ক সুলভ গাম্ভীর্য সরিয়ে বিধায়ক বললেন, ছোট বয়সে আমিও সার্কাস দেখার জিদ ধরতাম। আজ ওদের সঙ্গে গিয়ে সেই দিনটা ফিরে পেলাম। খুব আনন্দ উপভোগ করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *