বিধায়কের বিজয়া সম্মেলনে বয়স্ক কর্মীদের সম্বর্ধনা

Spread the love

বিধায়কের বিজয়া সম্মেলনে বয়স্ক কর্মীদের সম্বর্ধনা

সেখ সামসুদ্দিন, ৭ নভেম্বরঃ মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের উদ্যোগে বিধানসভায় এলাকার ১২ টি অঞ্চল সহ মেমারি পৌর শহরের কর্মীসমর্থকদের নিয়ে বিজয়া সম্মেলন করা হয় উৎসব হলে। উপস্থিত ছিলেন বিধায়কের সঙ্গে প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম, মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষাল, বিজ্ঞানী তথা রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক চন্দ্র নারায়ণ বৈরাগ্য সহ ব্লক শহরের নেতৃত্ব ও কর্মী সমর্থকবৃন্দ। এখানে প্রত্যেক অঞ্চলের বয়স্ক কর্মীদের, সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয়। বিধায়কের চোখে পূজো পরিক্রমার ফলাফলের পুরস্কার প্রদান করা হয়। মেমারি শহরের প্রথম স্থান অর্জন করে সোমেশ্বর তলা সার্বজনীন দুর্গাপুজো, দ্বিতীয় স্থান অর্জন করে রাজ সংঘের পুজো এবং তৃতীয় স্থান অর্জন করে হাসপাতাল পড়া সার্বজনীন দুর্গাপূজা। গ্রামাঞ্চলে প্রথম স্থান অর্জন করে নিমো সুকান্ত নগর সার্বজনীন দুর্গাপুজো, দ্বিতীয় স্থান অর্জন করে পাল্লা সরমস্তপুর সার্বজনীন দুর্গাপুজো এবং তৃতীয় স্থান অর্জন করে পাল্লারোড পল্লী মঙ্গল সমিতি। এছাড়াও কয়েকটি সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। এদিন নেতৃত্বের বক্তব্যে দলের মধ্যে আভ্যন্তরীণ লড়াই বন্ধ রেখে বিধায়কের হাত শক্ত করার আহ্বান জানানো হয়। তারা দাবি করেন বিধানসভাতে জনপ্রতিনিধি করে পাঠিয়েছেন তারাই এবং তাকে যদি না দাবি দাওয়া জানান তিনি বিধানসভাতে দাবিগুলো তুলবেন কিভাবে? দাবি আদায় করতে হলে সকলকে ঐক্যমতের ভিত্তিতে বিধায়কের হাত শক্ত করা প্রয়োজন বলে দাবি করেন। এদিনের সম্মেলন শেষে বিধায়ক সাংবাদিক বৈঠক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *