বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির জনহিতকর উদ্যোগ
সৌরভ দত্ত,বরানগর : ২৪ আগস্ট ‘ন’ পাড়া বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির’ উদ্যোগে “সুনিশ্চিত খাদ্য প্রকল্পের অন্তর্গত” বিনামূল্যে প্রতি মাসে খাদ্যসামগ্রী বিতরণ এবং মেধাবী ছাত্রকে আর্থিক সাহায্যের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হল।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সমাজকল্যাণমূলক এই উদ্যোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছেন বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জী । উপস্থিত ছিলেন বরানগর পৌরসভার পৌরপারিষদ সদস্য অঞ্জন পাল। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে খাদ্যসামগ্রী ও উপহার তুলে দেওয়া হয়েছিল।সংগঠনের সম্পাদক রাজু সোম জানালেন, ২০ সেপ্টেম্বর মহালয়ার আগের দিন সোসাইটির উদ্যোগে কলকাতার ফুটপাথে বসবাসকারী প্রান্তিক মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেবেন। সংগঠনের সদস্যবৃন্দ, শুভানুধ্যায়ী ও এলাকার সাধারণ মানুষ সকলে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।