বিশিষ্ট সমাজসেবী নয়ন সামন্তের মানবিক উদ্যোগ
সেখ মিলন (ভাতাড়, পূর্ব বর্ধমান) রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ বিশিষ্ট সমাজসেবী নয়ন সামন্তের। পূর্ব বর্ধমানের ভাতারের মোহনপুর গ্রামে মুসলিম সম্প্রদায়ের মানুষদের ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। জানা গেছে, সকলের মঙ্গল কামনায় রমজান মাসে ৩০ দিন রোজা পালন করে থাকেন মুসলিম সম্প্রদায় মানুষজন। ভোর রাত্রি থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রোজা পালন করেন মুসলিমরা। ভাতারের মোহনপুর গ্রামে ইফতার সামগ্রী বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন বিশিষ্ট সমাজসেবী নয়ন সামন্ত ও তাঁর সঙ্গীরা। জানা গেছে ,শতাধিক রোজাদারদের বাড়িতে ইফতার সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করা হয়। পাশাপাশি আসন্ন ঈদ উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যে নতুন পোশাক বিতরণের আয়োজন করা হয়। এলাকাবাসীদের দাবি, ধর্ম বর্ণ নির্বিশেষে যেকোনো উৎসবে অসহায় মানুষদের পাশে দাঁড়ান বিশিষ্ট সমাজসেবী নয়ন সামন্ত। যে কোন সময়ে আপদে বিপদে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় তাঁকে। এ বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে চাননি নয়ন বাবু । তবে তিনি জানিয়েছেন, উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মানুষের পাশে দাঁড়াতে তাঁর সামান্যতম প্রয়াস। আগামী দিনেও এভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার ইচ্ছা প্রকাশ করেন নয়ন বাবু।