বিশ্ব নেত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন পালন বাস শ্রমিক কার্যালয়।
সাধন মন্ডল বাঁকুড়া:–আজ ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর শুভ জন্মদিন যথাযোগ্য মর্যাদায় সারা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে। পিছিয়ে নেই জেলা বাঁকুড়াও ।বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে যেমন দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে তেমনি গোবিন্দ নগর বাস স্ট্যান্ডে বাঁকুড়া জেলা বাস শ্রমিক কংগ্রেস কার্যালয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হল। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা বাস শ্রমিক কংগ্রেসের সভাপতি শ্রীমন্ত নন্দী সম্পাদক বিশ্বনাথ মন্ডল সহ কার্যকরী কমিটির সদস্য সদস্যাবৃন্দ ও শ্রমিক কংগ্রেসের কর্মচারীবৃন্দ। নেত্রীর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপর নেতৃবৃন্দ প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনী নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন। তার আদর্শকে তুলে ধরেন জেলা সভাপতি শ্রীমন্ত নন্দী।
