বিশ্ব শিশু দিবসে কালিকাপুর স্কুলে শিশুদের খাবার বিতরণ করল গ্রুপ অফ ডায়মন্ড ক্লাব।
প্রত্যুষ চক্রবর্তী ,
বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে মানবিক উদ্যোগ নিল গ্রুপ অফ ডায়মন্ড ক্লাব। শুক্রবার বোলপুরের কালিকাপুর স্কুল প্রাঙ্গণে ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় শিশুদের দুপুরের খাবার বিতরণ কর্মসূচি। পাশাপাশি শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় ছাত্রছাত্রীদের হাতে। সকাল থেকেই স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ছিল বিশেষ উচ্ছ্বাস।
ক্লাবের সদস্যরা জানান, সমাজের প্রত্যন্ত এলাকার শিশুদের মুখে হাসি ফোটানোই তাদের মূল উদ্দেশ্য। এদিন স্কুলের শতাধিক শিশুদের হাতে পরিবেশন করা হয় পুষ্টিকর খাবার। ভাত,ডাল,সবজি,মুরগির মাংস ,চাটনি মিষ্টি খাওয়ানো হয় স্কুলের শিশুদের।অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
গ্রুপ অফ ডায়মন্ড ক্লাবের সদস্য ইজাজ হোসেন,রাজ ভৌমিক, তানবীর আহমেদের কথায়,
সারা বছর ধরেই তারা বিভিন্ন সামাজিক কাজ, যেমন খাদ্য বিতরণ, চিকিৎসা শিবির, শিক্ষাসামগ্রী প্রদানসহ নানা কর্মসূচি পরিচালনা করে থাকেন।
বিশ্ব শিশু দিবসকে কেন্দ্র করে এই বিশেষ আয়োজনও সেই ধারাবাহিকতার আরেকটি অংশ।
স্থানীয় এলাকায় ক্লাবের এই মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে। আয়োজকদের আশা, আগামী দিনেও সমাজসেবামূলক কাজে আরও বেশি মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে গ্রুপ অফ ডায়মন্ড ক্লাব।
