বিশ্বকর্মা পুজোয় সম্প্রীতির বার্তা
সেখ রাজু,
বিশ্বকর্মা পুজো বা বিশ্বকর্মা জয়ন্তী হচ্ছে হিন্দুধর্মীয় উৎসব । স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় সনাতন ধর্মের মানুষেরা এই পুজো করে থাকেন । সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বিশ্বকর্মা পুজোয় সারম্বরতা লক্ষ্য করা যায় । মঙ্গলকোটের ব্লক চত্বরে বিশ্বকর্মা পূজায় কোন খামতি ঘটেনি । সকালে ঘট আনা থেকে শুরু করে পুজোর যাবতীয় জোগার জান্তিতে সকল ধর্মের মানুষের উপস্থিতিতে এক মিলন মোহনের ছবি ফুটে ওঠে । ব্লক চত্ত্বরে আলোকসজ্জায়ের এক নিদারুণ ছবি আগত দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয় । মঙ্গলকোট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনমিত্র সোম, পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তনা গোস্বামী, মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ সৈয়দ নুরুল ইসলাম, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রহিম মল্লিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অগণিত স্থানীয় সাধারণ মানুষ সাড়ম্বরে এই পুজোয় অংশগ্রহণ করে ।
পাশাপাশি মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষের তত্ত্বাবধানে মঙ্গলকোট থানা চত্বরে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয় । সকাল থেকেই মঙ্গলকোট থানার কাজে ব্যবহৃত বিভিন্ন গাড়িগুলোকে পুজো করার পাশাপাশি বিশ্বকর্মার আরাধনায় লিপ্ত হন পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়াররা । সকালে ঘট এনে পুজোর শুভারম্ভন করেন থানার আইসি মধুসূদন ঘোষ । এই অনুষ্ঠানে এলাকার কচিকাঁচা থেকে সকলেই অংশগ্রহণ করে ।