খায়রুল আনাম,
বীরভূম : বাঁকুড়ার বড়জোড়া থেকে পূর্ব বর্ধমানের কাঁকসার আড়া হয়ে একজোড়া পূর্ণ বয়স্ক পুরুষ ও স্ত্রী হাতি অজয় নদ পেরিয়ে পৌঁছে গিয়েছে বীরভূমের জয়দেব এলাকায়। এখানকার একটি জঙ্গলে আশ্রয় নেওয়া হাতি দু’টি মাঝেমধ্যে জঙ্গল থেকে বেরিয়ে পড়ছে। এদিকে এখনও চলছে জয়দেবের মেলা। এরফলে এলাকায় বহু সংখ্যক মানুষের আনাগোনা রয়েছে। তাই হাতি দু’টি যাতে কোনওভাবেই লোকালয়ে চলে না আসে, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন বন দপ্তরের কর্মীরা। ইতিমধ্যেই বর্ধমান জেলার বন দপ্তরের কর্মীরাও এখানে পৌঁছে গিয়েছেন। এই দু’টি হাতি যদি দলছুট হয়ে থাকে তাহলে আরও হাতি চলে আসার আশঙ্কাও করা হচ্ছে। সমগ্র পরিস্থিতি সামাল দিতে বন দপ্তরের কর্মীরা একটা বৃত্ত তৈরী করে রাতের অপেক্ষায় রয়েছেন।