দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে
যুব মোর্চা
খায়রুল আনাম (সম্পাদক সাপ্তাহিক বীরভূমের কথা)
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে বীরভূমের বোলপুর মহকুমা শাসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভে বসার পরে, মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। যুব মোর্চার সভাপতি শান্তনু মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল।
এদিন বিক্ষোভকারীরা থালা-বাটি বাজিয়ে এবং গলায় আলু, পটল, পিঁঁয়াজ-সহ অন্যান্য সব্জির মালা পড়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান। এদিন অভিযোগ করে বলা হয় যে, আলুর কেজি প্রতি মূল্য ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় পৌঁছে গিয়েছে। পিঁঁয়াজের দাম শুনলেই চোখে জল আসছে। তৃণমূল কংগ্রেস কাটমানি নেওয়ার জন্যই দ্রব্যমূল্য বাড়ছে বলে অভিযোগ করে বলা হয় যে, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে, দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দায়ি ‘রাবণকূলকে’ তাঁরা ধ্বংস করবেন ।।