ব্লক ভূমি রাজস্ব দপ্তর ঘেরাও বিক্ষোভ কর্মসূচি পালন জাতীয় কংগ্রেসের
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নির্দেশ অনুসারে ব্লক ভূমি রাজস্ব দপ্তরের অফিস ঘেরাও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে ১১ই ডিসেম্বর বুধবার মুরারই এক নম্বর ব্লক কংগ্রেসের ডাকে মুরারই ব্লক ভূমি রাজস্ব দপ্তরের অফিস ঘেরাও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পরবর্তীতে ব্লক ভূমি রাজস্ব আধিকারিকের কাছে কয়েকদফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে।দাবি সমূহের মধ্যে ছিল, বেআইনিভাবে জমির চরিত্র বদল ও রেকর্ড পরিবর্তন করা হচ্ছে ব্যাপকভাবে। সরকারি খাস জমির বেচাকেনা চলছে দেদার ভাবে। দালাল রাজে ছেয়ে গেছে ভূমি রাজস্ব অফিস। আদিবাসীদের জমির অধিকারেও হস্তক্ষেপ চলছে। ভূমি রাজস্ব দপ্তরে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে এই অফিস ঘেরাও বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান বলে সংগঠনের বক্তব্য। বীরভূম জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ এক সাক্ষাৎকারে বলেন তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর থেকেই ভূমি রাজস্ব অফিস গুলি একশ্রেণীর অসাধুচক্র বিভিন্ন বেআইনি কাজ করার ফলে সাধারণ মানুষ সমস্যায় জর্জরিত। মূলতঃ তারই প্রতিবাদে আজকে বীরভূমের ভূমি রাজস্ব অফিস গুলিতে স্মারকলিপি ও বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালিত হয়।