ভাতাড়ের নবাগত ওসি কে সংবর্ধনা প্রদান হোয়াটসঅ্যাপ গ্রুপের

Spread the love

ভাতাড়ের নবাগত ওসি কে সংবর্ধনা প্রদান হোয়াটসঅ্যাপ গ্রুপের

মোল্লা জসিমউদ্দিন ,

সদ্য পূর্ব বর্ধমান জেলার ভাতাড় থানার ওসি পদে দায়িত্বভার গ্রহণ করেছেন সাব ইন্সপেক্টর বুদ্ধদেব ঢুলি।তিনি দেওয়ানদিঘি থানার ওসি পদে ছিলেন। চলতি সপ্তাহে ‘ভাতাড় ব্লক আপডেট খবর ২৪×৭ ‘ নামে জনপ্রিয় হোয়াটসঅ্যাপ গ্রুপের তরফে ভাতাড় থানার ওসি কে নাগরিক শুভেচ্ছা বিনিময় করা হয়। এই গ্রুপটিতে হাজারের বেশি সদস্য রয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। যদিও সিংহভাগ সদস্য ভাতাড় ব্লক এলাকার।পুলিশ – প্রশাসন – জনপ্রতিনিধি সহ সাংবাদিক – চিকিৎসক – সমাজসেবী প্রভৃতি জগতের মানুষজন রয়েছেন বলে জানিয়েছেন অন্যতম গ্রুপ আডমিনার মধুসূদন কোঁয়ার, উপদেষ্টা সেখ আব্দুল জব্বার প্রমুখ। এই হোয়াটসঅ্যাপ গ্রুপটি স্থানীয় সমস্যা গুলি জনসমক্ষে তুলে ধরতে অত্যন্ত গুরত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *