ভাতার থানার মিটিং হল, ক্যান্টিন ও পাঁচটি ব্যাটারিচালিত গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার।
ভাতার থানায় আধুনিক একটি মিটিং হল নির্মাণ করে তার আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ অর্থাৎ শনিবার।
উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস।
দীর্ঘদিনের দাবি ছিল এটি।
মূলত এর আগে বিভিন্ন প্রশাসনিক বৈঠক হতো ভাতার ব্লক অফিসে।
বর্তমানে প্রশাসনিক বৈঠক ভাতার থানা চত্বরেই করা যাবে। খুশি এলাকার মানুষ।
অন্যদিকে একটি ক্যান্টিনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় আজ।
পুলিশ কর্মীদের চা বা টিফিন করতে বাইরে যেতে হতো।
তাই তাদের কথা চিন্তা করে ভাতার থানার পুলিশ আধিকারিক বুদ্ধদেব ধুলি তৈরি করেন একটি ক্যান্টিনের তারও আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পুলিশ সুপার।
অপরদিকে ভাতার থানার বিভিন্ন এলাকা টহল দেয়ার জন্য পাঁচটি ব্যাটারী চালিত গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পুলিশ সুপার।
আজ ভাতার থানার এই তিনটি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন পুলিশ সুপার।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।