ভাতারে আবার ফিরলো দেড়শো বিজেপি পরিবার

Spread the love

ভাতারে আবার ফিরলো দেড়শো বিজেপি পরিবার 

আমিরুল ইসলাম,

, রবিবার ভাতারের বনপাস গ্রামপঞ্চায়েতের ১৫০ টি   ঘরছাড়া বিজেপি পরিবার কে ঘরে ফেরালেন স্থানীয় তৃণমূল বিধায়ক।বিধায়ক মানগোবিন্দ অধিকারী কথা দিয়েছিলেন ব্লক প্রশাসন ও পুলিশ আধিকারিক কে যে,তৃণমূল কংগ্রেসের জন্য যদি কেউ গ্রামছাড়া থাকে তাদেরকে তৃণমূল কংগ্রেস বাড়ি ফিরিয়ে আনবে।বিধায়ক খবর পেয়েছিলেন  ভাতারের বনপাশ গ্রাম পঞ্চায়েতের  বেশ কয়েকটা  গ্রামের প্রায় ১৫০ টি  পরিবার গ্রামছাড়া রয়েছে।সেই সমস্ত পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে আজ ওই সমস্ত পরিবারকে গ্রামে ফেরালেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী।এরমধ্যে মোহনপুর, হরিবাটি চাঁদাই কামারপাড়া এলাকার বিজেপি কর্মীরা ছিলেন।বিজেপি কর্মী রমেশ দাস জানান, -“আমরা ভোটের ফল প্রকাশের পরই ভয়ে গ্রামছাড়া হয়ে গেছিলাম। আমাদের কে কোন তৃণমূল কংগ্রেসের কর্মী মারধর করে নি ।এরপর গতকাল ফোনে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস এর নেতৃত্ব যোগাযোগ করে,  বাড়ি ফেরার জন্য। আজ বিধায়ক ও পুলিশের তৎপরতায় আমরা বাড়ি ফিরলাম ।বিধায়ককে অসংখ্য ধন্যবাদ”।বিধায়কের উদ্যোগে খুশি গ্রামের সকল সম্প্রদায়ের মানুষ।বিধায়ক মানগোবিন্দ অধিকারী জানান – “পুলিশ প্রশাসন আমার কাছে আর্জি জানিয়েছিল যে,যারা  গ্রামছাড়া রয়েছে তাদেরকে বাড়ি ফেরাতে হবে। আমি সেই চেষ্টাই করছি। বনপাস গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ১৫০ টি পরিবার গ্রামে ফিরল”।এদিন এই গ্রামে ফেরানোর কর্মসূচিতে ছিল ভাতার থানার পুলিশ আধিকারিরকরা।জানা গেছে, এখনও অবধি ভাতারে তিনশোর অধিক পরিবার নিজ বাড়িতে ফিরেছে ভাতার বিধায়কের উদ্যোগে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *