ভাতারের হোরপুর মোড়ে একটি ট্রাক্টর এর ধাক্কায় মারা গেলেন এক ব্যক্তি ঘটনায় এলাকায় চাঞ্চল্য, বুধবার বারোটা ১০ মিনিটে মৃতদেহ ময়না তদন্তে পাঠালো ভাতার থানার পুলিশ।
সাত সকালে পথ দুর্ঘটনা ভাতারের হোরপুর মোড়ে।
মীরেপাড়ার এক ব্যক্তি মীর নাজির আলী, তিনি তার স্ত্রীকে নিয়ে বলগোনা আসছিলেন মোটরসাইকেল করে।
সেই সময় সজরে ধাক্কা মারে একটি ট্রাক্টর ।
তাকে তড়িঘড়ি উদ্ধার করে ভাতার ব্লক হসপিটাল নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে।
এরপর পুলিশ তার দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে।
ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।