ভাতারের ঘোলদা এলাকায় জাতীয় সড়কের উপর একটি পেট্রোল পাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন
আমিরুল ইসলাম,
গত বুধবার পূর্ব বর্ধমান জেলার ভাতারের ঘোলদা এলাকায় ফিতে কেটে উদ্বোধন করেন গ্রাম পঞ্চায়েতের প্রধান।দীর্ঘদিনের দাবি ছিল ভাতারের ঘোলদা এলাকায় একটি পেট্রোল পাম্পের। দীর্ঘ এক বছর ধরে তার কাজকর্ম চলছিল। গত বুধবার সেই পেট্রোল পাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান।
উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। ভাতারের nh2b জাতীয় সড়কের ওপর এই পেট্রোল পাম্প টি তৈরি হলো।
উদ্বোধনের সময় পেট্রোল পাম্পে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গেল। গ্রামবাসীদের জন্য বিশেষ কুপনের ব্যবস্থা করেছিল পেট্রোল পাম্প মালিক।
সেখানে নানান পুরস্কার তুলে দেওয়া হয় গ্রাহকদের।
এই পুরস্কার গুলির মধ্যে সবথেকে আকর্ষণ ছিল হেলমেট ।এই এলাকায় এই পেট্রোল পাম্পটি তৈরি হওয়ায় খুশি এলাকার মানুষ।