ভাতারের বড়বেলুন হাইস্কুলে পরীক্ষা দিতে অচৈতন্য হয়ে পড়ে এক ছাত্রী, তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় ভাতার ব্লক হসপিটালে।
আমিরুল ইসলাম,
ভাতারের বিজয়পুর পলখানা হাইস্কুলের ছাত্রী সোনালী সরেন সে পরীক্ষা দিচ্ছিল বড়বেলুন হাই স্কুলে। পরীক্ষা এক ঘন্টা চলার পর সে হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে।
ভাতার থানার পুলিশ ও বড়বেলুন হাই স্কুলের শিক্ষকরা তাকে তড়িঘড়ি ভর্তি করে ভাতার ব্লক হসপিটালে।
১২:৩০ মিনিটে তার জ্ঞান ফিরে।
এরপর ওই ছাত্রী পুনরায় পরীক্ষা দিবে বলে জানাই পুলিশকে।
পুলিশ সব রকম ব্যবস্থা করে দেয় ওই ছাত্রীর জন্য।
ওই ছাত্রির মা চাঁদ সোরেন জানান যে, ভাতার থানার পুলিশ ও বড়বেলুন হাইস্কুলের শিক্ষকরা দারুণ সহযোগিতা করেছে আমাকে। উনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আমার স্বামী মারা গেছে কয়েক মাস আগে। সে নিয়ে আমার মেয়ে বেশি টেনশন করছে। তাই এই ঘটনা ঘটেছে।
।