আমিরুল ইসলাম ,
মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ব্লাড ব্যাংক গুলিতে রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির।
আনুষ্ঠানিক সূচনা করেন এই ক্যাম্পের জেলা সভাধিপতি।
মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো নতুনহাট এ,কে,এম হাইস্কুলে।
প্রায় 104 জন স্বেচ্ছায় রক্তদান করেন এই রক্তদান শিবিরে।
মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এই ক্যাম্পের আনুষ্ঠানিক সূচনা করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার।
এছাড়াও উপস্থিত ছিলেন পূর্তের কর্মদক্ষ মুন্সি রেজাউল হক, জনস্বাস্থ্যের কর্মদক্ষ মেহেবুব চৌধুরী, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান শান্ত সরকার, বর্তমান উপপ্রধান রহিম মল্লিক, এছাড়াও মঙ্গলকোটের বিভিন্ন এলাকার মানুষজন।