মঙ্গলকোটের নতুনহাটে হোন্ডা শোরুমে হোন্ডা সিবি ১২৫ hornet মডেলের লঞ্চ হল।গ্রাহকদের ভিড় চোখে পড়ার মত।

Spread the love

মঙ্গলকোটের নতুনহাটে হোন্ডা শোরুমে হোন্ডা সিবি ১২৫ hornet মডেলের লঞ্চ হল।
গ্রাহকদের ভিড় চোখে পড়ার মত।

পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নতুনহাট বাইপাস পেট্রোল পাম্পের পাশে রয়েছে গীতা হোন্ডা শোরুম। আর সেই শোরুমে একটি হোন্ডার নতুন মডেলের গাড়ি লঞ্চ হল আজ।
আর এই নতুন মডেলের গাড়ি লঞ্চ হতেই গ্রাহকদের ভিড় লক্ষ করা গেল শোরুমে।
মূলত এই গাড়ির মাইল রেজ ৬০ থেকে ৬৫ কিলোমিটার দিবে বলে জানা গেছে।
পাশাপাশি আধুনিক ডিসপ্লে, পাশাপাশি মোবাইলে চার্জ ও ব্লুটুথ এর ব্যবস্থা রয়েছে।
এছাড়াও
আধুনিক usd frok বিশেষ সুবিধা আছে।
এছাড়াও ইয়াং জেনারেশনের জন্য রয়েছে ব্লুটুথ, মোবাইল ফোনের চার্জের বিশেষ সুবিধা,সিঙ্গেল চেলেন এ,বিএস, মনো সকার, ডুয়েল সিট,
আর এই মডেলে নিতে হলে আগাম বুকিং করতে হবে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমানের ইউনিক honda শোরুমের বিশেষ অতিথি দেবাশীষ বাবু, এছাড়াও নতুনহাট গীতা হোন্ডা শোরুমের মালিক অর্জুন বাবু।

মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *