মটগোদা উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ফুড ফেস্টিভ্যাল
। সাধণ মন্ডল বাঁকুড়া:—পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে রাইপুরের মটগোদা উচ্চ বিদ্যালয় এর পরিচালনায় বিদ্যালয় প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হলো ছাত্র-ছাত্রীদের নিজস্ব উদ্যোগে ফুড ফেস্টিভ্যাল। যেখানে ছাত্রছাত্রীরা নিজেরাই হাতে বানিয়েছে পিঠে পুলি, পিঠা চিকেন পকোড়া, বিরিয়ানি, কাঁকরা পিঠে, লুচি ঘুগনি, সহ নানারকম ফাস্টফুড বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীরা এই ফুড ফেস্টিভেলে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা হল দুর্বা প্রহরাজ সুল্গনা পাল , রাহুল পাঠক, অরিত্র পাঠক শ্রেয়া হাজারী সৌভিক কর্মকার। সৈকত লায়েক। এই ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন করেন রাইপুর যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল রায় সাথে ছিলেন রাইপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক পিয়ুস চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন মটগোদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা দত্ত, রায়পুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সঞ্জয় মন্ডল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপ মাইতি, সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা। উদ্বোধক সহ প্রধান অতিথি তাদের বক্তব্যে বলেন পড়াশোনার সাথে সাথে নিজেদের রান্না করার কাজটাও শিখে নেওয়া দরকার। ছাত্র-ছাত্রীদের সাথে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপ মাইতি ও একটি চিকেন পকড়া স্টল করেছিলেন। ফুড ফেস্টিভ্যাল এ ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়। রাইপুর ব্লকে কোন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ফুড ফেস্টিভ্যাল এই প্রথম বলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপ মাইতি ও সহকারী শিক্ষক অঞ্জন মাইতি দাবি করেন ।