রবিবার কাকুড়গাছির শ্রমিক ভবনে উৎসব মঞ্চে যোগোদ্যান ৬০’শ ইয়ং এসোসিয়েশন এর তরফে এক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। উক্ত সংগঠনের সপ্তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক ‘মরণ’ মঞ্চস্থ হয়। এদিন সন্ধেয় সমবেত সঙ্গীতে ‘মনের বয়স বাড়তে দিওনা’ গানটি শতাধিক দর্শকদের হৃদয় কে নাড়িয়ে তোলে।
‘মনের বয়স বাড়তে দিওনা’
