মন্দিরে চুরি যাওয়া মাল উদ্ধার সহ ধৃত – ২, দুবরাজপুর থানায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশ স্থানীয় মন্দিরের চুরির কিনারায় সাফল্য অর্জন করে খোয়া যাওয়া জিনিসপত্র সহ গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।বিবরণে প্রকাশ, গত ২৩ জানুয়ারি দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেল স্টেশন সংলগ্ন রাধাগোবিন্দ মন্দির থেকে বেশকিছু লোহার রড ও একটি পাম্প মেশিন চুরি হয়ে যায়। স্থানীয় থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সেখ বিট্টু নামে এক দুষ্কৃতীকে আটক করে।তার কাছ থেকে পুলিশ জানতে পারে যে,সেই চুরি করা লোহার রড ও পাম্প মেশিনটি ভাঙাচোরা দোকানের মালিক সেখ কুদ্দুসকে বিক্রি করেছে। পুলিশ সেই সূত্রে সেখ বিট্টুকে গ্রেপ্তারের পাশাপাশি সেখ কুদ্দুস এর ভাঙাচোরা দোকান থেকে চুরি যাওয়া লোহার রড ও পাম্প মেশিন উদ্ধার সহ সেখ কুদ্দুসকে ও গ্রেফতার করে। শনিবার ধৃত সেখ বিট্টু ও সেখ কুদ্দুসকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ধৃতদের জামিন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানা গেছে।