মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ডে অবমাননা করার প্রতিবাদে জেলা জুড়ে ধিক্কার মিছিল তৃনমূলের
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বীরভূমের জেলা সদর সিউড়ি সহ জেলার প্রতিটি ব্লক এলাকায় মঙ্গলবার একযোগে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ ও ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী সিউড়িতে অনুষ্ঠিত ধিক্কার মিছিল থেকে এক সাক্ষাৎকারে বলেন – মুখ্যমন্ত্রী অক্সফোর্ড ইউনিভার্সিটি তে নারী ক্ষমতায়নের উপর বক্তব্য রাখার জন্য ডাক পেয়েছিলেন। সেখানে বক্তব্য রাখার সময় সিপিআইএম বিজেপির পক্ষ থেকে জনাকয়েক গন্ডগোল, হট্টগোল পাকানোর চেষ্টা করে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হট্টগোলে কর্ণপাত না করে যথারীতি বক্তব্য রাখেন এবং বুঝিয়ে দেন তিনি জননেত্রী। যিনি আন্দোলনের জেরে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে তার আঘাতের চিহ্ন জর্জরিত। অতএব উনাকে দমানো এত সহজ নয় এটা পরিষ্কার। তিনি শুধু বাংলার নয় সারা ভারতবর্ষের নেত্রী। দেশের বাইরেও দিন দিন মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েই চলেছে। এটা বিরোধী দলের কাছে হিংসা হচ্ছে। তাই এটা একটা ষড়যন্ত্র। সিপিআইএম বিজেপি দোষর।তলে তলে কংগ্রেস তাদের মদত দিচ্ছে। সমবায় ভোটে তারা জোটবদ্ধ হয়ে তৃনমূলের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে। এতকিছুর পরও তৃনমূল কে আটকানো যাবে না। আগামী ২০২৬ এর নির্বাচনে তার ফলাফল প্রকাশ পাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় জনমুখী কর্মসূচি গ্রহণ করেন এবং প্রতিটি মানুষের পাশে থাকেন।
সিউড়িতে ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়ক তথা সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী। এছাড়াও খয়রাসোল, রাজনগর, পুরন্দরপুর, বোলপুর, দুবরাজপুর, রামপুরহাট সহ জেলার সমস্ত ব্লকে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।