মহাত্মা গান্ধীর হত্যার দিনটিকে সম্প্রীতি দিবস হিসেবে পালন করল, সি পি আই এম
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- আজ ৩০ শে জানুয়ারি দেশের নানা স্থানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস পালন করা হয় নানান অনুষ্ঠানের মাধ্যমে।সেইরূপ বীরভূমের খয়রাশোল ব্লকের বড়রা গ্রামে সিপিআইএম খয়রাশোল শাখার উদ্যোগে দিনটি সম্প্রীতি দিবস হিসেবে পালন করে।তৃণমূলের খুন, লুঠ আর বোম বারুদের গন্ধে বার বার বিধস্ত জনপদে। আজ জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যার দিনটি সম্প্রীতি দিবস হিসেবে পালন করা হয় সি পি আই এম, বড়রা অঞ্চল শাখার পক্ষ থেকে বলে দলীয় নেতৃত্বগন জানান।মহত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় । এরপর প্রখ্যাত ফকিরি গানের শিল্পী নূর মোহাম্মদ শাহ এর সম্প্রীতির গান দিয়ে শুরু হয় পথ সভা। কেদ্রের বিজেপি শাসিত মোদী সরকার আর এস এস এর এজেন্ডা যে ভাবে সংবিধান কে উপেক্ষা করে একটার পর একটা সিদ্ধান্ত গ্রহণ করছেন এবং তৃণমূল কংগ্রেস যোগ্য সহযোগিতা করছেন তা খুবই বিপজ্জনক। এই দুই শক্তিকে পরাস্ত করতে সমস্ত ধর্মনিরপেক্ষ, গনতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। লালঝান্ডা সারা দেশে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়ছে, এখানেও সম্প্রীতি বজায় রাখার জন্য জানপ্রান দিয়ে লড়াই জারি থাকবে বলে দলীয় নেতৃত্ব তাদের বক্তব্যের মাধ্যমে কথা গুলি তুলে ধরেন। উল্লেখ্য দীর্ঘ প্রায় দশ বছর পর সিপিআইএম এর পথ সভায় অংশগ্রহণ করেন এলাকার মানুষ।উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা কমিটির সম্পাদক গৌতম ঘোষ, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউরি,খয়রাশোল এরিয়া কমিটির সম্পাদক দিলীপ গোপ,শ্যামাপদ বাউরি প্রমুখ নেতৃত্ব ও দলীয় কর্মীবৃন্দ।