মহামেডান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে একদিনের ভলিবল টুর্নামেন্ট রাজনগরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম রাজনগর ব্লকের আড়ালি গ্রামে মহামেডান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শনিবার একদিনের ভলিবল টুর্নামেন্ট আয়োজিত হয়। এই টুর্নামেন্টে স্থানীয় এলাকাসহ আশেপাশের আটটি দল অংশগ্রহণ করে। ফিতে কেটে টুর্নামেন্টের শুভ সূচনা করেন এলাকার বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী ফিরোজ। উদ্বোধনী ম্যাচটি শুরু হয় বারুদখানা বনাম রাজনগর বাজার ভলিবল টিমের মধ্যে।
ফাইনালে বারুদ খানা ভলিবল টিমকে হারিয়ে জয়ী হয় রাকেশ ইলেভেন ভলিবল টিম।
ফাইনালে জয়ী টিমকে উদ্যোক্তাদের পক্ষ থেকে একটি আকর্ষণীয় ট্রফি সহ পাঁচ হাজার টাকা এবং রানার্স টিমকে একটি আকর্ষণীয় ট্রফি সহ তিন হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয় ।পাশাপাশি ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট সহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী ফিরোজ, আবুল ফজল খান, সমাজসেবী নৌসের খান, সামিউল আক্তার, নিয়াজ উদ্দিন খান, মাওলানা জাবির খান সহ অন্যান্যরা।