পিতৃপক্ষের অবসান ও দেবিপক্ষের সূচনায় মহালয়ার পুন্য লগ্নেবাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটী থানার দুবেরডাংগা গ্রামে নর নারায়ণ সেবা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো নারায়ণ সেবায় দু হাজারেরও বেশি মানুষ প্রসাদ গ্রহণ করেন । অন্যদিকে অন্যদিকে আসন্ন দূর্গা পূজার প্রাক্কালে দুবেরডাঙ্গা সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে 220জনকে নতুন বস্ত্র বিতরণ করা হয়। উপভোক্তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেন শশধর মন্ডল ও নিতাই চন্দ্র মন্ডল। সহযোগিতা করেন দুবেরডাংগা গ্রামের সকল মানুষ। সকালে বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবেরডাংগা ষোল আনার সভাপতি গুরুদাস মন্ডল. সম্পাদক শ্রী জগন্নাথ লাযেক. শিক্ষক ত্রিভঙগ মন্ডল. দয়াময় লাযেক. সচীদানন্দ দে. হরনাথ কুন্ডু সহ বিশিষ্ট মানুষ জন। অনুষ্ঠানে শ্রীমৎ ভাগবত গীতা পাঠ করেন শিবশঙকর চ্যাটার্জি । আজকের অনুষ্ঠান ঘিরে গ্রামবাসীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সকলের সহযোগিতায় আজকের অনুষ্ঠান সর্বাঙ্গীন হয়েছে বলে বিশিষ্ট শিক্ষক সমাজসেবী ত্রিভঙ্গ মণ্ডল আমাদের জানালেন।