মহিলা চিকিৎসকের খুনিদের শাস্তির দাবিতে সোচ্চার, এপিডিআর

Spread the love

মহিলা চিকিৎসকের খুনিদের শাস্তির দাবিতে সোচ্চার, এপিডিআর

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:-মহিলা চিকিৎসক কে ধর্ষণ করে খুনের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন, পথসভা সহ নানান কর্মসূচির মাধ্যমে সামিল হতে দেখা যায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে।সেরূপ গনতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির ( এপিডিআর) বোলপুর- শান্তিনিকেতন শাখার পক্ষ থেকে বিশ্বভারতীর প্রথম গেটের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যবৃন্দ সমবেত হয়ে গান, কবিতা, বক্তব্য ইত্যাদির মাধ্যমে ঘটনার প্রতি বাদে তীব্রভাবে সোচ্চার হতে দেখা যায়। বিশেষ করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সমবেত গানের মাধ্যমে মুখরিত করে তোলে সমগ্র এলাকা।বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সভাপতি শৈলেন মিশ্র বলেন ঘটনায় জড়িত থাকায় একজন সিভিক ভলিন্টিয়ারকে আটক করা হয়েছে। কিন্তু এর সাথে আরো বড়ো বড়ো মাথা থাকতে পারে। তাদেরকে ও অবিলম্বে গ্রফতার করে প্রকাশ্যে আনা। সবার আগে হাসপাতালের অধ্যক্ষ কে জেরা করলেই অপরাধীদের জানা যাবে। গত পঞ্চাশ বছরের মধ্যে এরূপ হাসপাতালে মধ্যে মহিলা চিকিৎসক খুনের মতো নক্কারজনক ঘটনা ঘটেনি পশ্চিম বঙ্গে। এ লজ্জায় মাথা হেট হয়ে যায়।এঘটনার দায় মাথায় নিয়ে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ করা উচিত।কারণ এই মত নৃশংস হত্যাকাণ্ড বিরলতম ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *