মহিলা প্রশিক্ষণ শিবিরের সাফল্য চায় উদ্যোক্তারা
প্রণব ভট্টাচার্য
তমলুকে মহিলা প্রশিক্ষণ শিবিরের প্রস্তুতি চলছে জোর কদমে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক পদুমবসান এর তমলুক সারদা নারী পাঠচক্রের পরিচালনায় এই শিবির হবে। তমলুক পার্বতীপুর প্রীতিলতা ভবনে সারা দিন ব্যাপী তৃতীয় বার্ষিক মহিলা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তিরিশ মার্চ, রবিবার সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত পর্যায়ক্রমে আলোচনা করা হবে নারী সমাজের মধ্যে মনুষ্যত্ব উন্মেষক ও চরিত্র গঠন কারী নানা বিষয়। শিক্ষার প্রসার ঘটাতে এই উদ্যোগ প্রশংসার দাবী রাখে। ঐক্য, সংহতি, সম্প্রীতি,সৌভ্রাতৃত্ব,সার্বভৌমত্বকে অটুট রাখতে যা অতুলনীয়। ।শিক্ষা, সচেতনতা, সাংস্কৃতিক ,সামাজিক ও সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করা হবে বলে জানা যায়।দিনের পর দিন শিবিরের চাহিদা বাড়ছে বলে জানান শুভাকাঙ্ক্ষী,সমাজকর্মী ও উচ্চ শিক্ষার্থী সিরাজাম মনিরা আমাদের প্রতিনিধিকে।