মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে আত্মা প্রকল্পের উদ্যোগে প্রশিক্ষণ শিবির
সেখ রাজু,
পূর্ব বর্ধমানের মঙ্গলকোট কৃষি দপ্তর আতমা প্রকল্পের উদ্যোগে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে বহুমুখী কর্মসূচি গ্রহণ করে চলেছে । মহিলারা নিজেরাই যাতে জীবন-জীবিকা নির্বাহ করে পরিবারের পাশে থাকতে পারেন সেই উদ্দেশ্যে মহিলাদের নিয়ে মঙ্গলকোট ব্লক কৃষি চত্বরে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় । ধান চাষ, সবজি চাষ, ফুল চাষ থেকে শুরু করে মৎস্য চাষের প্রসার ও পশুপালনের আগ্রহের পাশাপাশি মাশরুম চাষ সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে মহিলারা যাতে এগিয়ে আসে সেই লক্ষ্যে উপস্থিত ব্যক্তিত্বরা আলোচনা করেন । বর্তমানে জমিতে রাসায়নিক সার অতিমাত্রায় ব্যবহার করার ফলে জমির গুণগতমান ক্রমশ হারিয়ে যাচ্ছে । সে দিক থেকে জৈব সারকে ফিরিয়ে নিয়ে আনতে মহিলাদের ভূমিকা অস্বীকার করা যায় না । প্রাথমিকভাবে জৈব সার উৎপাদনে মহিলাদেরকে আগ্রহী বাড়ানোর পাশাপাশি নিজেদের আত্মনির্ভরতার জন্যই প্রশিক্ষণ শিবির ।
উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক কৃষি আধিকারিক তথাগত নাথ, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইব্রাহিম খান, বি.এল.ডিও সুব্রত সরকার, ব্লক সহকারী প্রযুক্তি ব্যবস্থাপক তন্ময় চক্রবর্তী, প্রদীপ্ত কুমার হাজরা, সুমন রায় চৌধুরী সহ প্রমুখরা ।