মহেশতলায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কর্মশালা

Spread the love

মহেশতলায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কর্মশালা


রবিবাসরীয় সুপ্রভাতে একদল ছাত্র ছাত্রীসহ অভিভাবকদের ভিড় দেখে পথচলতি কিছু মানুষ অবাক হয় ছুটির দিনে সরকার পোলে গোপালপুর শীতলা বিদ্যালয়ের সামনে এত মানুষ ? উৎসাহী ছাত্র ছাত্রী দের সাথে আলাপচারিতা য় জানা গেল আজ বিধান শিশু উদ্যানের প্রয়াস মহেশতলা কেন্দ্র২০২৪এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা প্রস্তুতি ও কর্মশালা র আয়োজন করেছে তাই। ছাত্র ছাত্রী দের জন্য ইং রাজী পড়াতে ত্রসেছেন মাননীয় জোর্তিময় চক্রবর্তী, ভৌত বিজ্ঞানের ক্লাস নিলেন মাননীয় বিশ্বজিৎ দে, সহজ সরল কৌশলে গণিতের ক্লাস নিলেন আল আমীন মিশনের মহ: সাজাহান মন্ডল, ছাত্র ছাত্রী দের উৎসাহ দান করতে উপস্থিত ছিলেন বিধান শিশু উদ্যানে র পক্ষে মাননীয় বিমল গাঙ্গুলী। উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী স্কুলেরঅবসর প্রাপ্ত বর্ষীয়ান বিঞ্জান শিক্ষক সামসেল আলী মহাশয়। বিভিন্ন ভাবে এই কর্মযজ্ঞ কে সহায়তা করেছেন পেশায় ব্যাং কের কর্মী শুভ ঙ্কর নস্কর, শিক্ষক অলোক প্রামাণিক,বনমালী সরদার,তাপস নস্কর,অপূর্ব দাস প্রমুখ। সুচারুভাবে সমগ্ৰ কর্ম শালায় স্বেচ্ছাসেবকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন পিয়ালী নস্কর, আকাশ গায়েন,আমানা শরীফ। সকাল গড়িয়ে বিকেল হতে চলা কর্মশালায় পেশায় জীবন বিঞ্জান শিক্ষক ওমহেশতলা BSUপ্রয়াসের আধিকারিক গিরিধারী চক্রবর্তী আলাপচারিতায় জানালেন, “ছাত্রী দের জন্য এই আয়োজন করতে পেরে আমরা খুশি, এইস্কুলের প্রধান শিক্ষক, সভাপতি রসহযোগিতাপেয়েছি। মহেশতলার বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্র ছাত্রী দের জন্যএই আয়োজন, ছাত্র ছাত্রীরা আগামী বড় পরীক্ষায় প্রয়াসের এই অভিনব উদ্যোগ কে পারানি করে মহেশতলার মুখ উজ্জ্বল করুক”।চারটি বিষয়ের MCQপরীক্ষা, পরীক্ষায় সেরাদের পুরস্কার প্রদান ও আগ্ৰহী অভিভাবক দের ধন্যবাদ জানিয়ে কর্মশালা র সম্পাতি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *