মহোৎসবের খিচুড়ি খেয়ে অসুস্থ তেরো, সিউড়ি ও নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
ঝুলন পূর্ণিমা উপলক্ষে খয়রাশোল থানার রতনপুর কলোনীতে খিচুড়ি প্রসাদ মহোৎসবের আয়োজন করা হয়। খিচুড়ি প্রসাদ খাওয়ার পর কিছুটা খিচুড়ি প্রসাদ উদ্বৃত্ত থেকে যায়, যাহা পরদিন সকালে খাওয়ার পর বমি,পায়খানা উপসর্গ দেখা দেয়। প্রাথমিক ভাবে বাড়িতে চিকিৎসা করলেও সম্পূর্ণ ভাবে সুস্থ না হওয়ায় স্থানীয় আশা কর্মীকে খবর দেওয়া হয়।খবর যায় খয়রাশোল থানায়।খয়রাশোল থানা পুলিশও সত্ত্বর এলাকায় পৌঁছান।আশাকর্মী তড়িঘড়ি সকলকে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তির জন্য পাঠিয়ে দেয়। বুধবার সকালে মোট তেরো জনকে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়। যার মধ্যে একজন সিউড়ি সদর হাসপাতালে ভর্তি এবং এক বাচ্চা সহ দুজন পূর্ণ বয়স্ক মহিলাকে নাকড়াকোন্দা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের সুস্থ থাকার জন্য ছুটি দিয়ে দেওয়া হয়েছে বলে স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা যায়। হাসপাতালে বেডে বসে চিকিৎসাধীন আক্রান্ত চম্পা বিশ্বাস ঘটনার বিস্তারিত বিবরণ জানান। পাশাপাশি নাকড়াকোন্দা ব্লক মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৈয়দ সঞ্জয় হোসেন জানান খবর পাওয়া মাত্র অসুস্থ ব্যাক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সাথে উক্ত গ্রামে স্বাস্থ্য কর্মীদের পাঠানো হয়েছে নজরদারি চালাতে। তবে এনিয়ে আতঙ্কিত হবার কিছু নেই।নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে সমস্ত রকম পরিষেবা প্রদান করা হচ্ছে এবং সকল স্বাস্থ্য কর্মীরা এবিষয়ে সজাগ রয়েছে, কোনো অসুবিধা হবার কথা নয়, নির্ভয়ে থাকার আশ্বাস দেন।