মা

Spread the love

মা

মধুমিতা হালদার

এই মায়াবী রাতে.. তুই যাস কোন কাজেতে ?
সকাল হলেই তোকে দেখি ভালো মায়ের স্বপ্ন সাজাতে।
স্বামী তোকে ছেড়ে গেলেও পারলি না তুই ছাড়তে,
ভালোলাগার গলা টিপে চাস না যুদ্ধে হারতে ।
দায়িত্ব কর্তব্য চলতে থাকে শখের ছেঁড়া চাদরে,
সুখের হদিস করিস যদি মিলবে তা ওজন দরে ।
নিজের স্বপ্নের গলা টিপে খুঁজিস সন্তানের ভালবাসা,
কয়েকদিনের তফাতে কপালে জুঠলো শুধুই হতাশা ।
অসহায় অবহেলিত তোর শুকনো মুখের ধরন,
মনে মনে বলিস তখন ,হোলো না কেন মরণ?
একার মাঝে সেই একলা হলি ঘরের এক কোণে ,
জীবনখানি বিলিয়ে দিলি অবহেলার সনে ।
বৃথা মায়ায় বাঁধলি ঘর চাইলি সুখের খোঁজ,
দাঁড়িয়ে সন্তান হিসেব গোনে কথা ভাঙায় রোজ রোজ ।
সব হিসেব দিতে দিতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদিস,
ভগবানের চরণ ছুঁয়ে এবার হিসেব চেয়ে নিস ।
সময় এসেছে সেই নতুন বাসায় যেতে হবে হাসি মুখে ,
সব মায়াজাল ছিঁড়ে এবার থাকবি পরম সুখে।
চোখের জল শুকিয়ে গেল সংসারেরই চাপে ,
বয়স হয়েছে যেতে হবে বুক যে তোর কাঁপে।
সন্তান সুখে সেদিন তুই বাঁধলি না আর নিজের ঘর ,
তারাই আজ সব ছিনিয়ে করলো তোকে একেবারে পর।
বিশ্বাস গেল ভালোবাসা গেল ভাঙলো বুকের পাজর,
পৃথিবীটা তুই দেখলি ঠিকই পেলি চরম অনাদর ।
মৃত্যু চাস মনে মনে একলা যখন থাকিস ,
বন্দী করিসনা ভাঙা স্বপ্ন অযত্নেই রাখিস।
শেষ বয়েসে পাবি এবার বন্ধুত্বের হাত ,
ছাড়িসনা আর সেই হাত খুঁজিস না জাতপাত ।
চাওয়া এবার শেষ হয়েছে বেঁচে ওঠ সবার মাঝে,
দেখবি সুখ দাঁড়িয়ে সামনে সকাল ও সাঁঝে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *