মাড়োয়াড়ি কিশোর সংঘের উদ্যোগে গণেশ পুজো,দুবরাজপুরে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- আজ গনেশ চতুর্থী। জাঁকজমক ভাবে সারা দেশজুড়েই পালন করা হচ্ছে গণেশ পুজো। রীতি মেনেই চলছে সিদ্ধিদাতার আরাধনা। গনেশ পুজো মানেই গুজরাট বা মহারাষ্ট্র। আজ গনেশ চতুর্থী উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুর ধর্মশালায় মাড়োয়াড়ি কিশোর সংঘের উদ্যোগে গনেশ পুজো করা হয়। মূলত দুবরাজপুরে বসবাসকারী মাড়োয়ারি সম্প্রদায়ের মানুষজন মিলিত হয়ে পুজোর আয়োজন করে থাকেন। পুজো উপলক্ষে হোমযজ্ঞ করা হয়। মাড়োয়ারি কিশোর সংঘের সদস্য বিনীত ভীমরাজকা জানান,এখানে প্রতি বছর জাঁকজমক সহকারে গনেশ পুজোর আয়োজন করা হয়, যাহা এবারে ১১ বর্ষে পদার্পণ করল গনেশ পুজো। এই পুজো উপলক্ষে মাড়োয়াড়ি সম্প্রদায়ের কচিকাঁচাদের নিয়ে নাচ, গান সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।