মাতৃরূপেন শারদ সম্মান আয়োজনে বং সিনেমাটিক

Spread the love

শারদ সম্মান ।
বং সিনেমাটিক এর আয়োজিত শারদ শিরোপা
” মাতৃরূপেন শারদ সম্মান ২০২৫ এর প্রস্তুতি শেষ প্রকাশ পেলো এবারের অফিসিয়াল পোস্টার ৫ তম বর্ষে এবার এর উদ্যোগে তাদের বিশেষ ভাবে বিচার এর বিষয় পরিবেশ ও সচেতনতা ।
প্রতি বছর বিভিন্ন বিষয় ধারাকে লক্ষ্য করেরই তাদের পুরস্কার প্রদান হয়। এবছর সেই ধারা কে এগিয়ে নিয়ে চলার লক্ষে তাদের প্রয়াস ।
৫ টি পুরস্কার এর বিষয় সেরা মণ্ডপ , সেরা মাতৃরূপ , সেরা ঐতিহ্য , সেরা ভাবনা , সেরা নস্টালেজিক। আবেদন এর জন্য আহ্বান জানছেন তারা আপনাদের বিষয় কে শারদ শিরোপা তুলে দিতে ।
উদ্যোক্তা বিশ্বরূপ সিনহা জানান প্রতি বছর এর মতো এ বছর বিচারক হিসাবে থাকছেন সমাজের বিভিন্ন ব্যক্তি ও গুণীজন । যাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে পুজো উদ্যোগতাদের ।
আমরা এবার ৫তম বর্ষে এগিয়ে এসেছি । শহর থেকে গ্রাম সকল উদ্যোক্তাদের আহ্বান জানাই এই শারদ সম্মানের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *