সেখ সামসুদ্দিন
হাইমাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় খাঁড়ো হাইমাদ্রাসা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সাদিয়া বানু রাজ্যে ১১ ও পূর্ব বর্ধমান জেলায় প্রথম স্থান অর্জন করে মেমারির মুখ উজ্জ্বল করে। একইসঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ এর ছাত্র অরিত্র পাল মেমারির মুখ উজ্জ্বল করে। এই দুই কৃতী ছাত্রছাত্রীকে আজ দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। দুই কৃতীর বাড়িতে গিয়ে এই শুভেচ্ছা পর্বে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি তথা বর্ধমান মেডিকেল কলেজের প্রফেসর ডাঃ বিপ্লব চ্যাটার্জী, সদস্য ডাঃ মিলি চ্যাটার্জী, সেখ ইউসুফ, সেখ সবুরউদ্দিন সহ সকল ক্লাব সদস্যবৃন্দ। ডাঃ বিপ্লব চ্যাটার্জী সহ ক্লাব সদস্যরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন ও অরিত্রর সঙ্গে প্রশ্নোত্তরে একটা সুন্দর আলোচ্য অনুষ্ঠানের মধ্যে শুভেচ্ছা পর্বটি অন্য মাত্রা দেন। এদিন অরিত্রকে ব্যক্তিগত শুভেচ্ছা জানান মেমারিতে কবি-লেখক মহলে পরিচিত নাম দেবপ্রসাদ সরকার। তিনি তার নিজ রচিত কয়েকটি বই অরিত্র ও তার মায়ের হাতে তুলে দেন।