মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা অনুষ্ঠান, রামপুরহাটে

Spread the love

মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা অনুষ্ঠান, রামপুরহাটে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- আগামী ২ রা ফেব্রুয়ারি থেকে ২০২৪ এর শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক । এনিয়ে পরীক্ষার্থীদের অনেকের মনের মধ্যে তৈরি হয় ভয়ভীতি।সেই সমস্ত দূরীকরণের লক্ষ্যে রামপুরহাট এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে মঙ্গলবার একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলা সংস্কৃতি মঞ্চের রামপুরহাট ১ নম্বর ব্লক শাখার উদ্যোগে। ২০২৪ এ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা ও উৎসাহ প্রদানের লক্ষ্যে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয় রামপুরহাটের সানঘাটা পাড়ায় একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে।সংগঠন সূত্রে জানা যায় যে,পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান করতেই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্য তথা শিক্ষক জাহিদুল ইসলামের উদ্যোগে এরূপ কর্মসূচি নেওয়া হয়েছে। গত বছরে মাধ্যমিক পাস কৃতি ছাত্র-ছাত্রী এবং এবছর অর্থাৎ ২০২৪ সালে যে সমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে নিয়েই মূলত আজকের এই অনুষ্ঠানের আয়োজন। সংগঠনের বক্তব্য যে, আগামী প্রজন্ম যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন যাপন করতে পারে।শিক্ষা ছাড়া গতি নেই, শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষায় মানুষের মূল অস্ত্র।জীবনের প্রথম ধাপে যে বড় পরীক্ষা দিচ্ছে,তাদের ভয়-ভীতি দূরীকরণে এবং পরীক্ষায় কোন ভয় নাই বরংচ সেটাকে উৎসবের হিসেবে যেন পরীক্ষা দিতে পারে তার জন্যই এই উদ্যোগ বলে উদ্যোক্তাদের বক্তব্য। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি মঞ্চের জেলা সভাপতি রাজকুমার ফুলমালি, সংগঠনের সদস্য এম এ জামান, আতাউর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *