সঞ্জয় হালদার।
মানবাজার-২ ব্লক ও পঞ্চায়েত সমিতি এবং যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ ব্লক অফিসে সাড়ম্বরে উদযাপিত হল রাখীবন্ধন উৎসব ও সংস্কৃতি দিবস। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী হংসেশ্বর মাহাতো, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ,শ্রীমতী প্রতিমা সোরেন, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ, শ্রীমতী বাসন্তী মাহাতো, সভাপতি, মানবাজার-২ পঞ্চায়েত সমিতি,শ্রী শঙ্কু বিশ্বাস, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মানবাজার-২,শ্রী স্নেহাশিস মন্ডল, ওসি বোরো পিএস,পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সুধীর মুর্মু-সহ অনান্য কর্মাধ্যক্ষ ও সদস্যগণ
,স্থানীয় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ব্লকের আধিকারক ও কর্মচারীগণ।