শীতের মৌসুমে নতুন রেস্টুরেন্টের সূচনা ডিসেম্বর শুরুতেই শীতের মৌসুমে শহরবাসী যখন মিষ্টি রোদে গা ভাসিয়ে নানা দিকে মানুষ ঘুরতে যাচ্ছে।ঠিক তখনই শীতের মৌসুমে ৪৯/২ গড়িয়াহাট রোডে।১লা ডিসেম্বর ২০২৩ তারিখে মিচ্ মাসালা রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হয়।এই অনুষ্ঠানে টালিগঞ্জের চারজন গ্ল্যামার কুইন সায়ন্তি গুহ ঠাকুরতা, পায়েল দত্ত, কস্তুরী হালদার, এবং নবগতা মডেল স্নেহা ঘোষাল বিশেষ অতিথি এই অনুষ্ঠানে ক্যামেরাবন্দি করার জন্য একটা সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এই রেস্টুরেন্টে প্রত্যেকের জন্য ন্যায্য মূল্যে এবং জিভে জল আনা খাবার পেতে পারেন। দক্ষিণ কলকাতা গড়িয়াহাট থেকে শুভ ঘোষ রিপোর্ট