মেমারি শহরে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন
সেখ সামসুদ্দিন, ১৫ আগস্টঃ মেমারি শহরে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। মেমারি পৌরসভায় জাতীয় পতাকা উত্তোলন করেন চেয়ারম্যান স্বপন বিষয়ী। উপস্থিত ছিলেন কাউন্সিলর বাপি ব্যানার্জী, মানসুরা বেগম, বিলকিস বেগম সহ পৌর কর্মীবৃন্দ। মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য উদয়ন ক্লাবের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে ক্লাবের পুজোর মন্ডপের কাজের উদ্বোধন করেন। মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতি বামুনপাড়া উৎসব হল প্রাঙ্গণে স্বাধীনতা দিবস উদযাপন করে জাতীয় পতাকা উত্তোলন করেন ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রবীণ সদস্য উদয় কুমার গুহ। উপস্থিত ছিলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ, স্মার্ট বাজার ও জে এম বাজারের প্রতিনিধিবৃন্দ। ১২ নম্বর ওয়ার্ড অফিসের সামনে ও নতুন বাসস্ট্যান্ডের সামনে নেতাজী মূর্তির প্রাঙ্গনে জাতীয় পতাকা তোলেন পৌর প্রধান স্বপন বিষয়ী। মেমারি শহরে বোস একাডেমি ও সম্প্রীতি ঐক্য মঞ্চের বর্ণাঢ্য র্যালি বের হয়। ৭ ও ১২ নম্বর ওয়ার্ড সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে তিন শতাধিক ছাত্রছাত্রী তিনটি বিভাগে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং মহিলাদের শঙ্খ ধ্বনি প্রতিযোগিতা করা হয়। সাংস্কৃতিক ফোরামের সভাপতি স্বপন বিষয়ী জানান বিকাল সাড়ে ৪টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান, জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের শিল্পী মণিদীপা মজুমদার ও সম্প্রদায়ের দেশাত্মবোধক গান, দেশাত্মবোধক নাচের অনুষ্ঠান ও শেষে বিশ্বনাথ অধিকারীর বাউল গান পরিবেশন হবে। এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে ও স্কুল কলেজেও স্বাধীনতা দিবস পালন করা হয়।