সেখ সামসুদ্দিন
মেমারি শহর জয়হিন্দ বাহিনীর সহযোগিতায় শহরের ১ নম্বর ওয়ার্ডে বঙ্গধ্বনি যাত্রা করলেন মেমারি শহর সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী সহ-সভাপতি আশীষ ঘোষ দস্তিদার, প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলার সামসুল হক মির্জা, শিক্ষক সংগঠনের ব্লক সভাপতি কৌশিক মল্লিক সমরেন্দ্রনাথ দাসগুপ্ত, জয়হিন্দ বাহিনীর শহর সভাপতি অজিত সিং সহ অন্যান্য নেতৃত্ব এবং ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ। ১ নম্বর ওয়ার্ড অফিসের সামনে দলীয় পতাকা উত্তোলন করে কর্মীদের নিয়ে সভা করার পর মিছিল করে হাটপুকুর এলাকায় গিয়ে চায়ের দোকানে বসে আলাপচর্চা করেন। পরে রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে পুজো দেন এবং সারাদিন ওয়ার্ডে ঘুরে চকদিঘী মোড়ে শেষ করেন। দুপুরে দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারেন। সন্ধ্যায় মেমারি পুরশহরের সিধু-কানু মূর্তির জন্য মেমারি শহর তৃণমুল কংগ্রেস কমিটির পক্ষ হতে শহর সভাপতি অচিন্ত্য চট্টোপাধ্যায় ও সহঃসভাপতি আশীষ ঘোষদস্তিদার ১০ হাজার টাকার চেকের মাধ্যমে অর্থ সাহায্য মহাদেব টুডুর হাতে তুলে দেন শহর সভাপতি ও সহ সভাপতি। শহর সভাপতি বলেন ১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে মমতা ব্যানার্জী দল গড়েছিলেন, সেইদিন থেকেই দলের সৈনিক হিসাবে কাজ করছি, ভবিষ্যতেও করে যাব, দলে কে এলো গেলো তাতে মমতা ব্যানার্জীর কিছু যায় আসে না। মানুষ ভোট দেয় মমতা ব্যানার্জীকে, অন্য কোন ব্যক্তিকে নয়। অপরদিকে মেমারি বিধানসভার বিধায়ক-নার্গিস বেগম, জেলা যুব সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী, পুরপ্রশাসক স্বপন বিষয়ী, শহর যুব সভাপতি সৌরভ সাঁতরা, জেলা যুব সদস্য রাহুল সু সহ টিম মেমারি ১ নম্বর ব্লকের নিমো ১ অঞ্চলের নিমো, সাহানুই, চাকনারা গ্রামে বঙ্গধ্বনি যাত্রা করা হয়।
